সরেজমিন গবেষণা বিভাগ, বাংলাদেশ কৃষি গবেষণা ইনস্টিটিউট (BARI) এর অন্তর্গত একটি বৃহত বিভাগ। স্বাধীনতা উত্তর দেশকে খাদ্য স্বয়ংসপূনতার প্রয়াসে যাদের অবদান সবচেয়ে বেশী তাদের অন্যতম বি, এ, আর, আই বিজ্ঞানীবৃন্দ। সময়ের প্রয়োজনে বিজ্ঞানীরা নিত্য নতুন জাত কিংবা প্রযুক্তি উদ্ভাবন করে দেশকে এগিয়ে নিয়ে গেছে। দেশ আজ খাদ্য স্বয়ংসপূ©নতার দ্বার প্রান্তে। জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের দুরদশি নেতৃত্বে শুরু হয়ে ছিল এই জয় যাত্রা। দেশ আজ উন্নয়নশীল তকমা ছেড়ে মধ্যবিত্ত দেশ হিসেবে বিশ্ব দরবারে কড়া নেড়েছে। উক্ত বিভাগের আওতাধীন সরেজমিন গবেষণা বিভাগ, চেলোপাড়া বগুড়া একটি অন্যতম কেন্দ্র, বিভিন্ন কৃষি পরিবেশ অঞ্চলে উক্ত কেন্দ্রের অধীনে ৪টি বহুস্থানিক গবেষণা (MLTS) এবং ৩টি প্রকল্প ভিত্তিক অফিস আছে। বহুস্থানিক গবেষণা সাইট যথাক্রমে- জয়পুরহাট, শিবগঞ্জ, শেরপুর ও গাবতলীতে অবস্থিত। প্রকল্প অফিস গুলি যথাক্রমে ধুনট, সারিয়াকান্দি, এবং সোনাতলায় অবস্থিত যা চর এলাকায় গবেষণা কার্যক্রম সম্পাদন করা।
সরেজমিন গবেষণা বিভাগ, বগুড়ার অফিস চন্দনবাইশা রোড, চেলোপাড়া অবস্থিত। ইহা বগুড়া সদর উপজেলার আওতাধীন।
Planning and Implementation: Cabinet Division, A2I, BCC, DoICT and BASIS