নতুন জাত, নতুন প্রযুক্তি সঠিক ও দক্ষতার সহিত কাজে লাগানোর জন্য কৃষকগণকে প্রয়োজনীয় প্রযুক্তি ও তথ্যবলী সরবরাহ করা।
এলাকা ভিত্তিক কৃষকের সমস্যা চিহ্নিত করা ও প্রয়োজন অনুযায়ী গবেষণা কাযক্রম পরিচালনা করা ।
প্রয়োজন অনুযায়ী বিশেষ ফসল ও প্রযুক্তির উপর মাঠ দিবসের আয়োজন করা।
ফসল উৎপাদনের উন্নতি প্রযুক্তি ও কলাকৌশল বিষয়ে গবেষক, সম্প্রসারণ ও এনজিও কর্মী এবং কৃষকদের প্রশিক্ষন প্রদান করা।
কৃষি সংশ্লিষ্ট সম্প্রসারণ কর্মী, বিজ্ঞানীসহ বিভিন্ন প্রতিষ্ঠান (DAE, NGO, BADC) উপরোক্ত কর্মকর্তাদের নিয়ে বিএ আর আই উদ্ভাবিত ফসলের নতুন জাত ও প্রযুক্তি সর্ম্পকে আলোচনা এবং কৃষি ক্ষেত্রে সাম্প্রতিক প্রযুক্তি ও জাত এর সহিত পরিচিত হওয়ার সূযোগ সৃষ্টি করার জন্য সেমিনার, সিমপোজিয়াম ও ওয়ার্কশপের আয়োজন করা।
জলবায়ু পরিবর্তন জনিত কারনে আকস্মিক সৃষ্ট ঝুঁকি মোকাবেলায় সরাসরি কৃষকের মাঠে কাযক্রম গ্রহন করা ।
চর এলাকায় বিভিন্ন প্রতিকৃল পরিবেশ সহিঞ্চ ফসলের জাত ও অন্যান্য প্রযুক্তি স্থাপন করা।
চর এলাকায় দ্রুত বর্ধনশীল ফলের গাছ সরবরাহ করা।
বারি উদ্ভাবিত বিভিন্ন ফসলের বীজ উৎপাদন ও সরবরাহ করা।
উন্নত ফসল ব্যাবস্থাপনা ও রোগ-পোকামাকড় ও মাটির উর্বরতা সংরক্ষনে প্রয়োজনীয় কাযক্রম গ্রহন করা।
দানা জাতীয় শস্য, কন্দাল ফসল, ডালজাতীয়, তৈলজাতীয় ও উদ্যানতাত্বিক ফসলের উপর গবেষনা কাযক্রম সরাসরি কৃষক পর্যায়ে সম্পাদন করা।