Wellcome to National Portal
Main Comtent Skiped

Mandate

OFRD এর অর্জন

  • সময় ও প্রযুক্তি ব্যবহার করে ২/৩ ফসল ভিত্তিক ফসল ধারার পরিবতন করে ৪ ফসলভিত্তিক ফসল ধারার উদ্ভাবন।
  • প্রধান প্রধান ফসল ধারার উন্নয়ন এর জন্য সার সুপারিশমালা প্রনায়ন
  • খরা প্রবন এলাকায় রোপা আমন ধান কাটার পর ডাল জাতীয় (মুগ) ফসলের প্রবতন।
  • বিভিন্ন রবি শস্যের জাত বাছাইকরনের মাধ্যমে লবনাক্ত এলাকা ফসল উrপাদনের উন্নতি প্রযুক্তি উদ্ভাবন।
  • চর এলাকায় বারি উদ্ভাবিত উন্নত ফলের জাত ( আম, পেয়ারা, লিচু ও বড়ই) সরাসরি কৃষকের মিশ্র ফলের বাগান স্থাপন।
  • বসতবাড়ীর আঙ্গিনায় বছর ব্যাপী সবজি ও ফসল উrপাদন কমসূচী বাস্তবায়নের মাধ্যমে মহিলাদের ও শিশুদের সম্পৃক্তকরন।
  • পরিবেশ বান্ধব আধুনিক ও টেকসই প্রযুক্তি উদ্ভাবন ও লাগসই ফসল বিন্যাস নিধারন।
  • বগুড়া অঞ্চলের চর এলাকায় যথাক্রমের ধুনট, সারিয়াকান্দি, সোনাতলা চরাঞ্চলে বারি উদ্ভাবিত মাঠ ফসলের উন্নত জাত ও উrপাদন কলাকৈাশল সর্ম্পকৃত প্রযুক্তি সরাসরি কৃষকের মাঝে হস্তান্তর।
  • বারি উদ্ভাবিত বেগুনের ডগা ও ফল ছিদ্রকারী পোকা দমনে প্রতিরোধী জাত বগুড়া অঞ্চলে বিভিন্ন এলাকায় কৃষসের মাঠে প্রদশনী প্লট স্থাপন।